নুর আলম, চীফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৩দিন ব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন শেষ হয়েছে। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার উদ্দেশ্য ৩দিন ব্যাপী এই ক্যাম্পেইন চালানো হয়।
এর আগে গত মঙ্গলবার (২০-ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাসপুর ও পালেরচর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
পরে বৃহস্পতিবার (২২-ডিসেম্বর) দুপুরে ৩দিন ব্যাপী চলা এই ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এসময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ স্থানীয় সাধারণ লোকজন।