নীলফামারী প্রতিনিধি :
আজ ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এ প্রকল্পের ১ম পর্যায়ে ১২৫ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম এর অংশ হিসেবে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন
করা হলো। আগামীকাল ৩০ নভেম্বর ঠাকুরগাঁও জেলার পীরগন্জ, হরিপুর এবং পন্ঞ্চগড়ের সদর ও তেতুলিয়া উপজেলার মিনি স্টেডিয়াম নির্মাণ এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্হাপন করা হবে।শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের আরো ১৭৩ টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ডিপিপি প্রনয়নের কাজ চলছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কোভিড পরিস্থিতি সহ বৈশ্বিক নানা সংকটেও দেশের উন্নয়ন কর্মযজ্ঞ থেমে নেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে উদ্ভুত বৈশ্বিক সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহন করেছেন। বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা দেশের প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষন ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্বব্যাংকের সাথে প্রায় ৫০০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন যেখানে প্রায় ২০ লক্ষ যুবকের প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ইউনিসেফের সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধির লক্ষ্যে আর একটি প্রকল্প গ্রহন করা হচ্ছে। যেখানে পর্যায়ে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২২ টি জেলাকে নির্বাচন করে কার্যক্রম গ্রহন করা হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ ও বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হচ্ছে। এ বছরই কলেজ পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হচ্ছে।
উল্লেখ্য প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজ সহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, ৫ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণ সহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, রাবেয়া আলীমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।