বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইব্রাহীম মুন্সসী (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আদমপুর এলাকার আলী আকবার মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইব্রাহীম তার ইজিবাইকে যাত্রী নামিয়ে ডাসারের কর্ণপাড়া থেকে সদরের ভাঙ্গা ব্রীজের উদ্দেশ্যে রওনা দেয়। ইজিবাইকটি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে পিছন থেকে বরিশাল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমরেমুচরে যায় ইব্রাহীমের ইজিবাইকটি। ঘটনাস্থলে মারা যান চালক ইব্রাহীম। এ সময় আহত হয় বাসের দুইযাত্রী। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালক মারা যাবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।