নুর আলম
চীফ রিপোর্টার:
বাড়ি স্কুলের পাশেই। এক সময়ে এই স্কুলেরই সেরা ছাত্র ছিলেন তিনি। সময়ের পরিক্রমায় ছাত্র জীবন শেষ করে সেই স্কুলেই শিক্ষকতা শুরু করেন তিনি । দীর্ঘ ১৯ বছর সুনামের সাথে শিক্ষতা করেছেন তিনি।
শিক্ষক থাকাকালীন সময়ে স্কুলটি হয়েছিলো উপজেলার সেরা স্কুল। নিজেও পেয়েছে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা। আজ সেই শিক্ষকের বিদায় বেলায় তাইতো কাঁদতে বাধ্য হলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীও।
বলছিলাম শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের চৌকিদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল ইসলাম মাস্টারের কথা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বদলি জনিত কারণে বিদায় নেন এই অভিজ্ঞ শিক্ষক। তার বিদায় বেলায় তৈরি হয় এক আবেগঘন মুহূর্তের।
আল ইসলাম মাস্টার ২০০৩ সালের ১ অক্টোবর তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান বড় গোপালপুর চৌকিদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার যোগদানের আগে বিদ্যলয়টির শিক্ষা ব্যাবস্থা ছিলো ভঙ্গুর। আল ইসলাম মাস্টারের আপ্রাণ চেষ্টায় জেলার অন্যতম সেরা স্কুল হিসেবে এই স্কুলটিকে।
শুধু তাই নয় তিনি ৫ বার জাজিরা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন এই স্কুল থেকেই। ১ বার হয়েছেন জেলার সেরা শিক্ষক। এবং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
যার হাত ধরে এতো কিছু অর্জন, সেই প্রিয়ো শিক্ষকের বিদায় বেলায় ছাত্র-ছাত্রীরা তারজন্য নিয়ে এসেছেন চোঁখ ভরা জল এবং হাতে উপহার সামগ্রী।
শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আল ইসলাম মাস্টার বলেন, শিক্ষার্থী এবং গ্রামবাসীর কান্না দেখে আমার চোঁখেও পানি চলে এসেছে। আমার প্রতি তাদের এই ভালোবাসা ভুলবার নয়। বদলি জনিত কারণে এই স্কুল থেকে বিদায় নিলেও এই স্কুলের প্রতি আমার ভালোবাসা ও শুভ কামনা থাকবে সারা জীবন, কারণ আমিও এই স্কুলের ছাত্র ছিলাম।