নুর আলম
চীফ রিপোর্টারঃ
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে জাজিরায়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে মেলার শুভ উদ্ভোদন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সৌরভ রেজা শিহাব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে।
সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে কার্যক্রম, সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করণ, উপজেলা সংশ্লিষ্ট দফতর গুলো কি কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তার প্রদর্শনী করাই মেলার মূল উদ্দেশ্য বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।