বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সম্মানহানির জন্য আইনগত ব্যাবস্হা নিবেন নুর সালাম। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : সেনাবাহিনী কী কী করতে পারবে জলঢাকা প্রেসক্লাব এর পুনর্গঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মামলা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে, আশুলিয়া থানার চুরির ঘটনার মূল রহস্য উদঘাটন, গ্রেফতার ২,চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল উদ্ধার। কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পল্লী বিদ্যুতের তারে,স্বপ্ন পুড়ে ছাই,খামারি আলিমের জামায়াতে ইসলামী বাংলাদেশ পিরোজপুর জেলার নেতৃবৃন্দর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নওগাঁতে শীতের সবজিতে মিলছে ভালো দাম, চাষিরা খুশি

  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৩৩ বার পঠিত

আলমগীর মন্ডল

ভালো দাম পাওয়ায় নওগাঁয় ধানের পাশাপাশি শীতের আগাম সবজি চাষে চাষিরা খুশি। স্থানীয় কৃষকের উৎপাদিত সবজি দিয়ে জেলার মানুষের শীতকালীন সবজির চাহিদা মিটছে। স্থানীয় মানুষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত শীতকালীন আগাম সবজি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় বড় বাজারে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত দুই-তিন বছরে জেলায় সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। চাহিদা থাকায় এবং দাম বেশি পাওয়ায় শীত মৌসুমের আগেই সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। জেলায় এবার ৫ হাজার ৬০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে।

এছাড়া চলতি রবি মৌসুমে আরও ৭ হাজার হেক্টর জমিতে মুলা, শিম, বেগুন, বাধাকপি, ফুলকপি, গাজর, টমেটো, ঢ্যাড়সসহ নানা জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার রবি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সবজি উৎপাদনেরর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

সরেজমিনে দেখা গেছে, নওগাঁর সদর উপজেলার বক্তারপুর, কীর্ত্তিপুর, তিলকপুর, বর্ষাইল ইউনিয়ন, বদলগাছীর বালুভরা, পাহাড়পুর, মিঠাপুর, বিলাশবাড়ি, কোলা, আধাইপুর ইউনিয়ন, মহাদেবপুরের সদর ইউনিয়ন, চেরাগপুর, রাইগা, চান্দাশ, উত্তরগ্রাম এলাকায় ধানের পাশাপাশি বিস্তৃণ জমিতে ব্যাপকহারে শীতের আগাম সবজির চাষ হয়েছে।

এসব জমিতে ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এসব সবজি স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার শীতকালীন আগাম সবজির দাম বেশি।

কৃষকেরা বলেন, ভালো দাম পাওয়ায় তাঁরা খুশি। গত কয়েক বছর ধরে দাম ভালো পাওয়ায় শীতকালীন আগাম সবজি চাষে তাঁদের আগ্রহ বাড়ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ফলন ভালো হয়েছে।

সবজিগ্রাম হিসেবে পরিচিত নওগাঁর সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বাছাড়ীগ্রাম। ওই গ্রামের প্রান্তিক কৃষক আবুল কাশেম গত তিন বছর ধরে দেড় বিঘা জমি বর্গা নিয়ে সেখানে সবজি চাষ করছেন। চলতি মৌসুমে তিনি শীতের আগেই শীতকালীন সবজি ফুলকপি ও শিম চাষ করেছেন। এর মধ্যে এক বিঘা (৩৩ শতক) জমিতে ফুল কপি এবং ১৬ শতক জমিতে শিম চাষ করেছেন। গত ১৫ দিন ধরে কাশেম তাঁর খেতের শিম ও ফুল কপি বিক্রি করছেন। প্রতি পিস ফুল কপি ৪০ টাকা করে এবং ১১০ টাকা কেজি দরে পাইকারি শিম বিক্রি করছেন তিনি

আবুল কাশেম বলেন, আগে অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সংসার চলতো। গত চার বছর আগে অন্যের জমি লিজ নিয়ে ধান আবাদ করি। প্রথম বছর ধানের দাম কম থাকায় খরচ উঠে নাই। পরের বছর সবজি চাষ শুরু করি। সবজি চাষাবাদ করে খরচ বাদে লাভের মূখ দেখি। এখন সারা বছরই কোন না কোন সবজি চাষ করি। তবে শীতকালীন সবজি চাষে লাভ বেশি।শীতের সবজি শীতকালের আগে বাজারে উঠলে তিন-চারগুন বেশি লাভ পাওয়া যায়।

সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, তিনি ১৬ শতক জমিতে আগাম ফুলকপি চাষ করেছেন। গত দুই সপ্তাহ ধরে তাঁর খেতের ফুলকপি উঠছে। এ পর্যন্ত তিনি ২০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন।

শুধু কাশেম ও জুয়েল রানা নন, গত কয়েক বছর ধরে সবজির দাম ভালো পাওয়ায় ধান চাষে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত নওগাঁর কৃষকেরা ধানের পাশাপাশি সবজি চাষে ঝুঁকছেন। নওগাঁ সদর, বদলগাছী, মান্দা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় এ বছর ব্যাপক হারে সবজি চাষ হয়েছে। শীত মৌসুমের আগেই বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর জেলায় ১০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল। তার আগের বছর চাষ হয়েছিল ৯ হাজার ৭১০ হেক্টর জমিতে। জেলায় এ বছর আমন ধান আবাদ হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৫ হেক্টর জমিতে, যেখানে গত বছর আবাদ হয়েছিল ১ লাখ ৯৫ হাজার হেক্টর জমিতে।

কৃষি বিভাগের তথ্যানুযায়ী শীতকালীন আগাম সবজি চাষও বাড়ছে। এ বছর শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ৫ হাজার ৬০ হেক্টর জমিতে। গত বছর চাষ হয়েছিল ৩ হাজার ৭০০ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নওগাঁর উপপরিচালক আবু হোসেন বলেন, সবজির আবাদ বাড়ার বিষয়টি খুবই ইতিবাচক। ধান চাষের তুলনায় সবজি চাষে লাভ বেশি। এ জন্য কৃষকেরা সবজির দিকে বেশি ঝুঁকছেন। আবার ধান চাষ করেও একই জমিতে ধান তোলার পর কৃষকেরা বিভিন্ন ধরণের সবজি আবাদ করছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের কম খরচে অধিক লাভ হয় এমন ফসল আবাদে উৎসাহিত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park