গাইবান্ধা প্রতিনিধি : সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
৩ নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুর্যালে পুম্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড় ডাকবাংলো মার্কেটেস্থ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেল পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, বর্তমান সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,৫নং মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দীন খোকন, সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সুমন, পৌর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সহ-সভাপতি নাসিমা আকতার ও উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।