নিজেস্ব প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতির বাসায় পাথর মেরে জানালার কাচ ভাঙার অভিযোগে উঠেছে স্থানীয় স্কুল ও মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোজাম্মেল হক (৪৮)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে গোসাইরহাট থানায় অভিযোগটি করা হয়। এরআগে বুধবার রাত ১১টার দিকে গোসাইরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাটুরিয়া বাগানবাড়ী এলাকার ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি মোজাম্মেল হক মোয়াজ্জেম খানের বাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটুরিয়া বাগানবাড়ী এলাকার মুরাদ হোসেন খান (১৮) ও আশরাফুল খান (১৭) স্কুল ও মাদরাসায় পড়াশোনা করে। কিন্তু তারা স্কুলে-মাদরাসায় না গিয়ে অন্য এলাকার সমবয়েসিদের নিয়ে এলাকার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় আড্ডা করে। মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে বিরক্ত করে। তাই মোজাম্মেল বখাটেদের প্রতিবাদ করায় তার বাড়িতে পাথর নিক্ষেপ করে।
ভুক্তভোগী মোজাম্মেল হক মোয়াজ্জেম খান বলেন, ভালো কাজে প্রতিবাদ করায় বখাটে মুরাদ ও আশরাফুল বুধবার রাতে আমার পাকা ঘরের জানালায় পাথর নিক্ষেপ করে কাচ ভেঙে ফেলেছে। আমি গোসাইরহাট বাজারে ব্যবসা করি। রাতে একা বাড়িতে ফিরি। বখাটেরা যদি আমার ওপর হামলা করে বা পরিবারের ওপর হামলা করে সেই ভয়ে আছি। তাই থানায় অভিযোগ করেছি।
এদিকে অভিযুক্ত আশরাফুল খান বলেন, যখন
মোজাম্মেল হকের বাড়িতে পাথর নিক্ষেপ হয়, তখন আমি আমাদের ঘরে। কে বা কারা পাথর নিক্ষেপ করেছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমরা এর সঙ্গে জরিত না।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.