এনায়েত কবীরঃ
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা বিএনপি সংবাদ সম্মেলনে বিভাগীয় গণ সমাবেশের প্রস্তুুতিতে নেতাকর্মীদের প্রতি বাধা ও হয়রানির অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার। তিনি বলেন বরিশালের গণসমাবেশ কে নিয়ে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদেরকে পুলিশি হয়রানি ও হামলা মামলা দিয়ে হয়রানি করে হচ্ছে। লালমোহন উপজেলা ও তজুমদ্দদিন উপজেলার বিভিন্ন নেতাকর্মীর উপরে হামলার পরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি আরো বলেন যতই হামলা মামলা করুক না কেন ভোলা
জেলা বিএনপি বরিশালের গণ সমাবেশ সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি আরো দাবি করেন ১৫ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে বরিশালের গণসমাবেশে যোগ দিবেন তারা।
তিনি সকলকে আহ্বান করেন বরিশালের গনসমাবেশ কে সফল করতে যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকতে। তিনি আরো বলেন বিএনপি ইতিমধ্যেই তজুমদ্দিন উপজেলা থেকে তাদের নেতাকর্মীরা গণ সমাবেশের উদ্দেশ্যে বরিশালে চলে গেছেন,যার যার মত বরিশালে অবস্থান করছেন, বরিশাল যেহেতু বিএনপির ঘাঁটি তাই বরিশালের গণ সমাবেশ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । নেতারা সকলে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দ্রাব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের হাতের নাগালে নিয়ে আসার আহ্বান জানান
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.