গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল খুলনা মহাসড়কের বেকুটিয়া ৮ম চীন মৈত্রী সেতুর পূর্ব পার্শ্বে পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে মনোরম পরিবেশে অবস্থিত দারুচ্ছুন্নাত জামিয়া-এ-ইসলামিয়া কামিল মাদ্রাসায় গত ২ নভেম্বর বুধবার ২০২২ সালের আলিম পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের দোয়া অনুস্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুস্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিস্ঠাতা অধক্ষ্য জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক বৃন্দ, গভার্নিং বডির সদস্য বৃন্দ, অভিভাবক, সুশীল সমাজের সন্মানিত ব্যাক্তি বর্গ। অনুস্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাসের সন্মানিত প্রভাষক জনাব মোঃ আঃ বারেক শেখ। অনুস্ঠান পরিচলার দায়িত্বে ছিলেন অত্র কামিল মাদ্রাসার সন্মানিত ইংরেজি প্রভাষক জনাব মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব। অনুস্ঠানে ছাত্র /ছাত্রীদেরকে নসিহত মূলক উপদেশ প্রদান করেন মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক জনাব মাওলানা মোহাম্মদ শরিফ আঃ মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আরবী প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ নূরুল আলম, সহকারী মৌলভী মাওলানা মোঃ আবু হানিফ নোমান, সহকারী
মৌলভী মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক আইসিটি মোঃ আসাদুজ্জামান সরদার, সহঃ শিক্ষক কৃষি মোঃ সোহেল হোসেন, সহকারী শিক্ষক আমির হোসেন, বাংলা প্রভাষক রবেদ্রনাথ সানা, সহঃ শিক্ষক গোলাম রাব্বি সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
অনুস্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৈনিক জনতা'র পিরোজপুর জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি,জাতীয় দৈনিক আজকের সংগ্রামের বিশেষ প্রতিনিধ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ঠিকাদার, ব্যবসায়ী জনাব গাজী এনামুল হক (লিটন), নগর টিভি পিরোজপুর জেলা প্রতিনিধি অভিজিৎ মজুমদার সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।জাতীয় দৈনিক জনতার প্রতিনিধি জনাব গাজী এনামুল হক লিটন মাদ্রাসারটির অতীত ও বর্তমান অবস্থান জানতে চাইলে, বিশেষ সাক্ষাৎকারে অত্র মাদ্রাসার ইংরেজি প্রভাষক জনাব মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব বলেন, যে অত্র মাদ্রাসাটি ১৯৮৫ সালে সর্ব প্রথম অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের ( ১,২,৩) ওয়ার্ডের সাবেক মেম্বার অত্র মাদ্রাসার দাতা সদস্য জনাব মরহুম আবুল হাসেম গাজী সাহেবর একনিষ্ঠ উদ্যোগ ও অনুপ্রেরনায় এলাকার অন্যান্য দাতা ও মুরব্বিদের সহযোগিতায় বর্তমান অধ্যক্ষ জনাব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১৯৮৫ সালে একটি ফোরকানীয়া মাদ্রাসা প্রতিস্ঠা করেন। পর্যায়ক্রমে মাদ্রাসাটির সুনাম সরকারের বিভিন্ন মহলে সু- দৃষ্টিতে পড়লে অধক্ষ্য মহোদয়ের প্রচেষ্টায় ১৯৮৫ সালে এমপিও ভূক্ত দাখিল মাদ্রাসায় রুপান্তরিত হয়। মাদ্রাসার ফলাফলে কাউখালী উপজেলায় শীর্ষে অবস্থান করলে ১৯৮৯ সালে অত্র মাদ্রাসাটি আলিম পর্যায়ে এমপিও ভূক্ত হয়। শ্রেষ্ঠ প্রতিস্ঠান হিসেবে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ায় সরকারের সু দৃষ্টিতে ১৯৯৩ সালে মাদ্রাসাটি ফাজিল (বিএ) ডিগ্রি মাদ্রাসায় এমপিও ভক্ত হয়। বর্তমান সরকারের প্রতিস্ঠিত ইসলামি আরবী বিশ্ব বিদ্যালয়ের সন্মানিত উপাচার্য জবাব প্রফেসর ড. আহসান উল্লাহ ও সহকারী পরিদর্শক প্রফেসর ড.জাবেদ পাটোয়ারির পরিদর্শনে আসলে বিগত সালের ফলাফলে মুগ্ধ হয়ে মাদ্রাসাটিকে কামিল মাদ্রাসা হিসেবে অনুমোদন দেন।ফলে ২০২২ সালের ১০ অক্টোবর মাদ্রাসাটি কামিল ( এমএ) পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে কামিল হাদিস বিভাগে ভর্তি চলছে।
মাদ্রাসাটির বর্তমান নাম দারুচ্ছুন্নাত জামিয়া -এ-ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা নামে নাম করন করা হয়। অত্র মাদ্রাসার গভর্নিং বডির বর্তমান সভাপতি ড.মাওলানা মোঃ মহিউদ্দিন।
মাদ্রাসার প্রতিস্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উক্ত মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সাথে দারুচ্ছুন্নাত হেফজ খানা, এতিম খানা, লিল্লাহ বোডিং নূরানী মাদ্রাসা ও জামে মসজিদ সহ অনেক ধর্মীয় প্রতিস্ঠান গড়ে তুলেন। বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় সাবেক পানিসম্পদ, খনিজসম্পদ, বন পরিবেশ, যোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী, বর্তমান পিরোজপুর ২ আসনের সাংসদ জনাব মোঃ আনোয়ার হোসেন মন্জুর সু-দৃস্টি ও বর্তমান সরকারের শিক্ষা খাতের উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতায় মাদ্রাসাটি দৃষ্টি নন্দন বহুতল বিশিষ্ট প্রতিস্ঠানে রুপান্তরিত হয়। মাদ্রাসাটিতে বর্তমানে ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ৩ (তিন) তলা বিশিষ্ট মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার, ৪ তলা ভিত বিশিষ্ট একটি একাডেমিক ভবন সহ একটি এক তলা ভবন, শেখ রাসেল ল্যাব, একটি পুস্তকাগার, আবাসিক ছাত্রাবাস,২ তলা বিশিষ্ট হেফজখানা, এতিমখানা ও লিল্লাহ বোডিং একটি টিন শেড বিল্ডিং এ পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে আবাসিক / অনাবাসিক প্রায় ৯শ থেকে ১ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এনটিআরসিএ কতৃক নিয়োগ কৃত অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত হওয়ায় বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এ+ সহ শতভাগ সফলতা অর্জনকারী পিরোজপুর জেলার একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিস্ঠান হিসেবে রুপান্তরিত হয়েছে। প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাউখালি নেছারিয়া দাখিল মাদ্রাসা, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা, স্বরুপকাঠিতে গুয়ারেখা দাখিল মাদ্রাসার প্রতিস্ঠাতা ( এমপিও ভূক্ত) সুপার ছিলেন।
অবশেষে তিনি নিজ এলাকায় দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা প্রতিস্ঠা করে বর্তমান অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
অনুষ্ঠানে দোয়া মেনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মাদ্রাসার উত্তরোওর উন্নতি, ছাত্র শিক্ষক, দেশের সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.