মৌসুমী আক্তার :
জগন্নাথপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাসাতে কেয়ারটেকার কর্তৃক ঘরে আগুন দিয়ে মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামে।
সরেজমিনে জানাযায়, করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়ার চাচা ওয়ারিছ আলীর জায়গা জমি নিয়ে একই ইউনিয়নের কামারগাও গ্রামের আবুল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। আবুল মিয়া জোর পুর্বক ওয়ারিছ আলীর রেকর্ডীয় করিমপুর মৌজার ৮১ নং খতিয়ানে ৩১৮ নং দাগের উপর মৎস্য খামার করে। মৎস্য খামারের পুকুরের পাড়ে তার কেয়ারটেকার হবিগন্জ জেলার নবীগন্জ উপজেলার খাগাউড়া ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের কাজী কেছল মিয়ার ছেলে কাজী শিপন আহমদকে থাকার জন্য ঘর তৈরী করে দেন। যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়া কর্তৃক লেবু মিয়ার চাচা ওয়ারিছ আলীর জায়গা জমি জোর পূর্বক দখল করে ফিসারী ও ঘর নির্মাণের ঘটনায় লেবু মিয়ার বাড়ির কেয়ারটেকার মজনু মিয়া বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুনামগন্জ আদালতে আবুল মিয়ার ছেলে জনির মিয়াকে প্রধান আসামী করে ১৪৪ধারায় বিবিধ মোকাদ্দমা মামলা দায়ের করেন। মামলা নং বিবিধ ৫০০/২২। মামলা দায়েরের পর গত ১৪ অক্টোবর আসামীগন যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া ও তার কেয়ারটেকার মজনু মিয়ার পরিবারকে মিথ্যা মামলা সহ বিভিন্নভাবে হয়রানী করার হুমকি দিয়ে আসছিল। তাদের অব্যাহত হুমকির ফলে মজনু মিয়া গত ১৬ অক্টোবর ১০৭ ধারায় অভিযোগ এনে নির্বাহী হাকিম আদালত জগন্নাথপুরে আরেকটি মামলা দায়ের করেন। মামলা নং বিবিধ ১৩০/২২।
এলাকাবাসী জানান, যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার মধ্যে আদালতে জমি জমা সংক্রান্ত মামলা মোকাদ্দমা চলমান রয়েছে। এরই জের ধরে আবুল মিয়ার কেয়ারটেকার শিপন মিয়া প্রতিপক্ষ লেবু মিয়া সহ তার লোকজনকে ফাঁসাতে মৎস্য খামারের পুকুর পাড়ে থাকা ঘরে ১৬ অক্টোবর সকালে আগুন লাগিয়ে দেয়। এসময় এলাকার লোকজন ফিসারীর পাশে থাকা যুক্তরাজ্য প্রবাসী সুমন মিয়ার নির্মানাধীন ঘরের সিড়িতে শিপন আহমদের ঘরের কাপড় চোপর সহ বিভিন্ন মালামাল দেখতে পায়। যা ভিডিও তে ধারনকৃত চিত্র দেখলে বুঝা যাবে আগুনটি দিনে না রাতের লাগানো। এঘটনায় শিপন মিয়া বাদী হয়ে ১৭ অক্টোবর যুক্তরাজ্য প্রবাসী লেবু মিয়াকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানায় ঘর পুড়ানো মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১১২/২২।
এলাকাবাসী আরো জানান, ঘটনার দিন লেবু মিয়া প্রবাসে ছিলেন। লেবু মিয়াকে হয়রানী করার জন্যই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সিপন আহমদের শ্বাশুড়ী ষাটোর্ধ সাফিয়া খাতুন জানান, ঘটনার দিন সকাল অনুমান ৬ঘটিকার দিকে আমার ঘরের দরজায় ডাকা ডাকি শুনে বের হয়ে জানতে পারি আমার মেয়ের ঘরে আগুন লেগেছে। এদিকে নিজের ঘরে আগুন দিয়ে একজন প্রবাসীকে আসামী করে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে ব্যবস্হা গ্রহনে প্রশাসনের প্রতি জোরদাবী জানানো হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.