মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মো. মোবাশ্বের হোসেন নামে এক কৃষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও মানহানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভাধীন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মরত টিভি ও প্রিন্ট মিডিয়ার
সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক মো. মোবাশ্বের হোসেন। এসময় উপস্থিত ছিলেন তার ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাানেজিং কমিটির সভাপতি শুকুর আলীসহ শতাধিক
গ্রামবাসি।
কৃষক মো. মোবাশ্বের হোসেন জানান, আমি গ্রামের মাঠে প্রায় ২৫ বছর ধরে একটি ডিপটিউবওয়েল পরিচালনা করে আসছি। ডিপের আওতায় প্রায় ৫০০ বিঘা জমি রয়েছে। গত এক বছর আগে পার্শবর্তী শিবনগর গ্রামের নুর আলী নামে এক ব্যক্তি একই মাঠে ড্রাগন চাষ শুরু করে। সম্প্রতি তার ড্রাগন বাগানের কিছু গাছ রাতের আধারে কে বা কারা কেটে দিয়েছে। এ ঘটনার পর ওই কৃষক নুর আলী আমার ভাই মোফাজ্জেল হোসেন, আমার ছেলে শামাউল হোসেন ও আমার নামে থানায় অসত্য অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ এসে আমার ও আমার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং নানাভাবে হয়রানি করে যাচ্ছে। এরপর অভিযোগ বিষয়ে কোন তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নামে অসত্য তথ্য প্রকাশ করে। এতে আমি ও আমার পরিবার একদিকে হয়রানি স্বিকার হচ্ছি, অন্যদিকে
পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।
বক্তৃতাকালে ভুক্তভোগি কৃষক মো. মোবাশ্বের হোসেন বলেন, আমি একজন কৃষক। আমি কৃষকের কষ্ট বৃঝি, আমি কৃষক হয়ে একজন কৃষকের ফসল কাটতে পারি না।
এসময় উপস্থিত গ্রামের কৃষকরা মিথ্যা তথ্য দিয়ে কৃষক হয়রানি করা নুর আলীর বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.