হিজলা ( বরিশাল) প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলায় প্রতিপক্ষের নিকট জমি বিক্রি করায় ভাই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে।
উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের শাহে আলম রাড়ী (৬৫) কে তার ছোট ভাই সেকান্দার ও সামছুল রাড়ীরা গত ২৭ শে অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে চরমেমানিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় পথরোধ করে কাগজপত্র ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।তখন বাধা দিলে এলাপাতাড়ী মারপিট করে অচেতন অবস্থায় রেখে যায়।তখন স্থানীয়রা আহত শাহে আলম রাড়ীকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহে আলম রাড়ী বলেন আমি আমার জমি দলিল দিয়ে টাকা ও অন্যন্য কাগজপত্র নিয়ে বাড়িতে আসার পথে এ হামলা হয়।তিনি আরো বলেন আমার দুই ভাই পথরোধ করে বলেন কোনো অন্যের কাছে জমি বিক্রি করছি বলেই মারপিট শুরু করে।আমার জ্ঞান ফিরলে দেখি সাথে থাকা কাগজপত্র ও জমি বিক্রির ১ লক্ষ ৯০ হাজার টাকা নেই।
মারপিটের প্রত্যক্ষদর্শী স্থানীয় আনোয়ার আকনের স্ত্রী শারমিন ও দিলু বাগা সহ একাধিক ব্যক্তি জানায় ডাকচিৎকার শুনে এসে দেখি ছোট দুই ভাই বড় ভাইকে যেভাবে মারপিট করছে তা ঠিক করেনি।আমরা বাধা দিলে তোয়াক্কা না করে সব কিছু নিয়ে যায়।
ভাইকে হামলাকারী সেকান্দার রাড়ী জানায় ভাই যাদের নিকট জমি বিক্রি করছে তাদের সঙ্গে র্দীঘদিনের বিরোধ রয়েছে। ভাই আমাদের জমি না দিয়ে প্রতিপক্ষকে দেওয়ায় বিষয়টি মেনে নিতে পারিনি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া মারধরের সত্যতা স্কীকার করে বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.