গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ আয়োজনে ‘ ২৪ বছরে কবি সংসদ ‘প্রতিপাদ্য নিয়ে কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ( ২৮ অক্টোবর) সন্ধায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ এর সভাপতি ডা. এস. দাস।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কবি সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অলোক মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার কবি সংসদ এর সদস্য কবি বৃন্দ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে কবি সংসদ এর সদস্যদের কবিতা পাঠ আয়োজিত হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয় সদস্য কবিদের।
এ সময় আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, কবি ও কবিতাকে বাচিঁয়ে রাখতে দেশের কবিবৃন্দের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখতে হবে৷ সাহিত্য সংস্কৃতির লালন একটি দেশের মনন, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার বহিঃপ্রকাশ। কবি ও কবিতা বেচেঁ থাকুক আজীবন ।