মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:
রাত সাড়ে ৯ টার সময় ৪ ভারতীয় নাগরিক ফরিদপুরের আলফাডাঙ্গায় মাইক্রোবাসে যাওয়ার পথে,রাজশাহী থেকে গোপালগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুছে যায়।
এই চার ভারতীয় নাগরিক ফরিদপুরের আলফাডাঙ্গায় যাওয়ার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দুর্ঘটনার শিকার হন।
আহতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। তারা কীত্তন দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীত্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দুর্ঘটনার স্কাীকার হন।
আহতরা হলেন, ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরা মান্নান গ্রামের বিকাশ বাগের স্ত্রী ননী বাগ (৩৫)। চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কলমি গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫)। তরাপদ সরকারের ছেলে অনিমেষ সরকার, উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।
আহতরা ফরিদপুর আলফাডাঙ্গা ত্রিনাথ পালের বাড়িতে গান করতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.