মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জে জেলার সম্মানিত পুলিশ সুপারের কক্ষে জেলার
মুকসুদপুর সার্কেল এর জনাব মোঃ শাহীনুর চৌধুরী সদ্য সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে র্যাংক-ব্যাজ পরিয়ে দেন জেলার সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয়। এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহীনুর চৌধুরীর সুযোগ্য সহধর্মিণী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহীনুর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে তার সার্বিক সাফল্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।