স্টাফ রিপোর্টার:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, শরীরে কোনো রোগ না থাকা মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই সুস্থতা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যের উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে। সেজন্য এ সরকারের আমলেই ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ ও ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২’ প্রণয়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) মিলনায়তনে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক আয়োজিত ‘Youth Mental Health and Wellbeing Carnival’ শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি, প্রেম-বিরহ, ঝগড়া-কলহ, পরকীয়া আসক্তি প্রভৃতি থেকে মানসিক সমস্যার সৃষ্টি। তিনি বলেন, তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সমস্যা থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। যা আমাদের জন্য অশনি সংকেত। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা ও কর্ম মানসিক সুস্বাস্থ্যে সহায়ক ভূমিকা পালন করে।
বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এর চেয়ারম্যান প্রফেসর শাহীন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম ও সাজেদা ফাউন্ডেশন এর মেন্টাল হেলথ প্রোগামের অ্যাডভাইজার ডা. আশিক সেলিম। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক মনিরা রহমান।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেন ফারজানা ওয়াহিদ শায়ান।
প্রতিমন্ত্রী পরে রাজধানীর গুলিস্তানস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘গ্রন্থাগারিক/ গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে সারাদেশের ৬২জন গ্রন্থাগারিক/ গ্রন্থাগার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।