মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় আহত হন নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
্পু্লিশ ও স্থানীয়রা জানান ,দুপুরে বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আবুল কালাম আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালান। হামলায় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, এক যুবকের হামলায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর শোকে বোনও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.