আজকের সংগ্রাম ডেস্ক:
এক যুগ পালিয়ে থাকার পর প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় এক যুগ পালিয়ে থাকার পর প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমিনুল ইসলাম লালু বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দুপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে খুলনার খালিশপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান। তিনি বলেন, ‘আমিনুল ইসলাম লালু ভেজাল সার তৈরি, প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ ১৫ মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ১৪টি মামলার ওয়ারেন্ট ও একটি মামলার পাঁচ বছরের কারাদণ্ডের সাজা রয়েছে। আমিনুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে বগুড়া থেকে খুলনা শহরে আত্মগোপন করেন। সেখানে ফিল্টার পানির ব্যবসা করে আসছিলেন।’