মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হুসেন আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের বাবুল দিঘী এলাকার এক ফসলের মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। হুসেন আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের সম্পদ বাড়ি চ্যাংমারি গ্রামের নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে বাবুল দিঘী এলাকার ধানের ফসলি মাঠের এক জমিতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। সুরতহাল রিপোর্ট তৈরি হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। শ্বাসরোধ করে হুসেন আলীকে মারা হতে পারে বলে মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.