নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে খুনের পর অভিযুক্ত জামিনে বেরিয়ে পিতা জাকির হোসনে কে হাত পা বেধেঁ হত্যা করার মামলায় অন্যতম প্রধান আসামী মো.কবির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতর নাম মো. কবির হোসেন ফতুল্লার আকব নগর এলাকার ফুলু খাঁ মিয়ার ছেলে। এরআগে ২৪ অক্টোবর সোমবার র্যাব-১১ আদমজীনগরের একটি আভিযানিক দল র্যাব-১৫ এর সহায়তায় কক্সবাজার এর সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা হতে হত্যাকারী কবির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে র্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ গণমাধ্যমকে বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ সালে ৫ মে বাদীর ছেলে অন্তু (২৬) কে ডেকে নিয়ে দুধের সাথে বিষ মিশিয়ে হত্যা করে মামলার ১ ও ১৬ নং আসামী। ওই মামলায় ১নং আসামী ১ মাস ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে বের হয়ে আসার পর আসামীরা ক্ষিপ্ত হয়ে গত মাসের ১৬ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বক্তাবলি ফেরীঘাট হতে বাদীর স্বামীকে অপহরন করে মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দিলে বাদীর স্বামীকে মেরে ফেলার হুমকী দেয়।
তিনি আরও জানায়, গত ১৯ অক্টোবর বন্দর বাগপাড়া ব্রীজের ৫০ গজ উত্তরে ব্রহ্মপুত্র নদের কিনারে কচুরিপানার মধ্যে অপহৃত জাকির হোসেনের মৃত দেহ পাওয়া যায়। পা বেধেঁ ও গলায় পরনে শার্ট পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ১১ এর অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।