গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরের গর্বিত মেধাবী সন্তান সাগ্নিক সর্লোক আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের কেমব্রিজ এডুকেশন এওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন। কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি অধ্যাপক ইক্তিয়ার হোসেন পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঈশ্বর চন্দ্র দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।