নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় কেঁড়ে নিলো পরিবার সহ এক প্রবাসীর জীবন!
কুমিল্লা নাঙ্গলকোটে নেমে এসেছে শোকের ছায়া।
মালেশিয়ার প্রবাসী নিজাম ছুটি কাটাতে দেশে আসে গত মাসে, ২২০০ বর্গফুটের একটি বিশাল ঘরে এই সাপ্তাহে উঠার কথা! তার আগেই চিরবিদায় নিতে হলো স্ত্রী এবং সন্তানকে নিয়ে! নিজের বানানো স্বপ্নের ঘরে একদিনের জন্যও থাকার ভাগ্য হয়নি!
গতকাল রাত প্রতিদিনের মতো নিজ বাসস্থানে অবস্থান করছিলেন স্ত্রী এবং সন্তান নিয়ে। (নতুন ঘর তৈরি হচ্ছে বলে কিছু দিনের জন্য ছোট্ট টিনের ঘরে বসবাস করছেন)
হঠাৎ একটি গাছ তাদের ঘরের উপরে পড়লে তাৎক্ষনিক তাদের সকলের মৃত্যু হয়। নিজাম (২৮) স্ত্রী সাথী (২৪) এবং সন্তান লিজা (৪)