রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাটোর বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ৯ মাসের শিশুর মৃত্যু। বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০(আশি)পুরিয়া হেরোইনসহ গ্ৰেফতার-১ পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে ৪০৭ টি মসজিদে অপরাধ প্রতিরোধমূলক আলোচনা তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা” হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি (মানবতার দেয়াল) এর উদ্যোগে বিজয় দিবস পালিত শহীদ বুদ্ধিজীবীরা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন: নুরুল ইসলাম নয়ন নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু। সম্পত্তির লোভে ৩৬ বছর ধরে ভাতিজীকে বাড়িতে উঠতে দেন না চাচা পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা খালাসে, জেলা বিএনপির আনন্দ র‌্যালী ফুলবাড়ী ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও শিবনগর ইউনিয়নের প্রধান শিক্ষিকার পদত্যাগ চেয়ে মানববন্ধন।

একজন চৌকস পুলিশ অফিসার কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খালিদ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৪০৩ বার পঠিত

শুভ্র শাওন

যশোর জেলার কোতোয়ালী থানাধীন স্টেডিয়াম পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেনখালিদুর রহমান। তিনি বর্তমানে অত‍্যন্ত সুনামের সহিত বাংলাদেশ পুলিশ বিভাগের ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। যশোর এম এম কলেজ থেকে একাউন্টিং এ মাস্টার্স শেষ করে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরাসরি এসআই পদে নিয়োগ প্রাপ্ত হন।

কর্মজীবনে তিনি বরিশাল জেলা, চুয়াডাঙ্গা জেলা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী জেলা পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। তিনি তার কর্মজীবনে দক্ষতার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ৬ (ছয়) বার শ্রেষ্ঠ এসআই হিসেবে, রাজশাহী জেলাতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে এবং ঢাকা জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ৪ (চার) বার পুরস্কার লাভ করেন।

পরিদর্শক খালিদ শুধু একজন চৌকস পুলিশ কর্মকর্তাই না তিনি একজন খেলোয়াড়ও বটে। তিনি বিভাগীয় পর্যায়ে ক্রিকেট খেলেছেন। তিনি একজন সাঁতারু এবং ওয়াটার পোলো খেলায় জেলা টিমের অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে প্রচুর পুরস্কার পেয়েছেন।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে সদালাপী সদা হাস্যোজ্জ্বল খালিদ বলেন তিনি পুলিশের চাকরিকে শুধু চাকরি হিসেবে নয় বরং মানব সেবার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তিনি আরো বলেন কেরানীগঞ্জ সার্কেল এসপি শাহাবুদ্দিন কবির বিপিএম ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ পিপিএম এর সার্বক্ষণিক দিকনির্দেশনা ও পরামর্শ তার এই স্থানে আসার জন‍্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যক্তিগত জীবনে পুলিশ পরিদর্শক খালিদ বিবাহিত ও দুইটি পুত্র সন্তানের জনক। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যেন উনার উপর অর্পিত যেকোনো দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে দেশের স্বার্থে ভূমিকা রেখে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park