সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব’র সহায়তায় গ্রেফতার করে পুলিশ। নূরজাহান বেগম ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকা র্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নুরহজাহান বেগমকে গ্রেফতার করা হয়। কুমিল্লা থেকে রোববার বিকেলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী।
র্দীঘ বিচার প্রক্রিয়া শেষে নূরজাহান বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.