স্নিগ্ধা রেজা : ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ঝালকাঠির কাঠালিয়ায় গভীর রাতে অন্যের গাছ থেকে সুপারি পারতে গিয়ে ৭০ বছর বয়সী এক হতদরিদ্র বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এই বৃদ্ধ বয়সেও দারিদ্রতার কারনে দিনমজুরী করে সংসার চালাতেন। কাজ না থাকায় সংসারের অভাবের জন্য বুধবার দিবাগত গভীর রাতে প্রতিবেশীর বাড়ির বাগান থেকে সুপারি পাড়ার সময় ২৮ ফুট উপর থেকে গাছ ভেঙ্গে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে তাঁর লাশ দেখতে পায়। নিহসিরাজ সিকদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তার দুই ছেলে বিদেশে থাকলেও সে দিনমজুরী করে স্ত্রী-মেয়েকে নিয়ে জীবন যাপন করতো।