গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার, মুকসুদপুর থেকে প্রায় দশ কোটি টাকা দামের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব।
এসময় তিনজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, তাদের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের সূত্র ধরে বিষ্ণু মূর্তিটি উদ্ধারে নামে।
গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের মোল্লা ৫৭ ও টুকু মুন্সি ৩৫ এবং পাবনার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের রমজান মোল্লাকে (২৮) এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ হতে ১টি অতি পুরাতন পাথরের মূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় স্বর্ণকার মূর্তিটিকে কষ্টি পাথরে বিজ্ষুমূর্তি বলে জানিয়েছে।