মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে রংপুরে সকাল-সন্ধ্যা গণঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর। শনিবার (২২ অক্টোবর) সকালে রংপুর নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এ গনঅনশন কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
সাত দফা দাবি গুলো: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন। পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
গণঅনশন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর জেলার সভাপতি সুশান্ত ভৌমিক, সদস্য সুব্রত সরকার মুকুল ও নিরঞ্জন মহন্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। সন্ধ্যা পর্যন্ত এ গণঅনশন কর্মসুচি চলবে বলে জানা গেছে।