মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী সাদ্দাম হোসেন (৩০)কে এই দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।
পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ডিভাইসটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো দেখতে ইলেকট্রনিক্স ডিভাইসটির মধ্যে একটি সীম কার্ড ছিল। এর মাধ্যমে মোবাইলের ফোনকল রিসিভ করা যায়।
ছোট কানের দুলের মতো ইয়ারপিন, যা কানে লাগিয়ে ওই ডিভাইসে আসা কল রিসিভ করে ওই পরীক্ষার্থী শুনে শুনে তাঁর পরীক্ষার উত্তরপত্রে লিখতে থাকে। বিষয়টি নজরে পড়লে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা একজন ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
এরপর বিষয়টি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিনকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.