সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় সনুই নদীর জলমহাল দখলকে কেন্দ্র করে জেলে শ্যামাচরণ বর্মণ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের ৭ জানুয়ারি সন্ধ্যায় ওই হত্যাকাণ্ড ঘটে। প্রতিপক্ষকে ফাঁসাতে শ্যামাচরণ বর্মণের লোকেরাই তাকে গলা কেটে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে শুক্রবার নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআইয়ের এসআই তরিকুল ইসলাম।
গত বছরের ৭ জানুয়ারিতে এসআই আরিফুল হকের জিডি নং ২০৫ থেকে জানা যায়, চন্দন বর্মন ও সুবল বর্মণ গ্রুপের মধ্যে মারামারি হয় । কিন্তু মামলায় স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।
অপরদিকে গত বছরের ১০ জানুয়ারি এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে রহস্য উদঘাটন করতে একই বছরের ২১ মার্চ মামলার তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। পিবিআই শ্যামাচরণ বর্মণ পক্ষের খলিল খান, ফেরদৌস, হাবলু, জহরলাল ও মোশারফকে আটক করে। পরে আটককৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্যামাচরণের লোকজনই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন।
গত বুধবার সাধন ভৌমিক ও তুহিন নামের আরও দুইজনকে আটক করেছে পিবিআই। মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআইয়ের এসআই তরিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৫ জন ১৬৪ ধারায় জবানবন্দিতে শ্যামাচরণের লোকজনই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। কয়েকজনের নাম সামনে এসেছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। তবে কার নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.