মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :
উত্তরের হিমালয় সংলগ্ন সীমান্ত জেলা পঞ্চগড়ে হিমেল বাতাস ও হালকা কুয়াশা নিয়ে এবার শীতের আগমন হয়েছে। ইতোমধ্যে বাতাসে দেখা দিয়েছে হিমেল অনুভূতির ছোঁয়া। আর রাতে দেখা মেলে কুয়াশা। তবে দিনে রোদের দেখা মিললেও বিকেল থেকে শুরু হয় হিমেল হাওয়ার স্পর্শ। শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীরা জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে পঞ্চগড়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত। তবে ভাদ্র-আশ্বিনের পর শুরু হয় হেমন্ত। হেমন্ত যেন এক অপরুপ প্রকৃতির মুগ্ধকর অনুভূতি।
মো. রাশেল শাহ জানান, শনিবার (২২ অক্টোবর) সকালে সারাদেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ডিগ্রি সে.। যা গতকাল ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সবে মাত্র শুরু হয়েছে শীত। তবে দিন দিন রাতের তাপমাত্রা আরও কমে আসতে শুরু করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.