মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :
শিশুকাল স্বপ্নের বাস্তবরূপ দিতে ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আল-মামুন নামের এক বর। যাত্রীসহ ৬ গাড়ির বহন নিয়ে কনে আনতে ছুটে গেছেন তিনি। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খোর্দ্দ রুহিয়া গ্রামের বাদশা মেম্বরের ছেলে আল-মামুন ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেছেন গাইবান্ধার পাঁচজুম্মা এলাকার কনের বাড়িতে। প্রায় ১৮ কিলোমিটার দূরে ওই কনের বাড়ি। সাড়ি সাড়ি ঘোড়া গাড়ীতে বরযাত্রী যাওয়া দেখে উৎসুক জনতার ভিড় জমে রাস্তার ধারে। এসময় আনন্দে মাতেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুরাও। ব্যতিক্রম এই বিয়ের আয়োজন দেখতে আসা মেনাজ উদ্দিন ব্যাপারী নামের এক বৃদ্ধ বলেন, প্রায় ৩ যুগ আগে গরুর গাড়ী ও ঘোড়ার গাড়ীতে চরে মানুষ বিয়ে করতে গেছিলেন। কালেরগর্ভে সেটি হারিয়ে গেছে। আজ হঠাৎ করে ঘোড়ার গাড়ীতে বরযাত্রী দেখে মুগ্ধ হয়েছি। আল মামুন নামের ওই বর বলেন, শিশুকালে দাদা-দাদীর কাছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছি। তখন থেকে আমার স্বপ্ন জাগে ওই গাড়ীতে চরে বিয়ে করতে যাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলাম। বেশ ভালো লাগছে। স্থানীয় লালমিয়া সরকার নামের এক প্রবীণ ব্যক্তি জানান, ওই বরের ইচ্ছে পূরণে ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরেছে। এটা খুবই প্রসংশার দাবি রাখে। বর্তমান তরুণ প্রজম্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। এবং যারা বিয়ে করেনি তারা এমন ব্যাতিক্রমী আয়োজন করলে গ্রামীন ঐতিহ্য আবারও ফিরে আসবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.