মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ারা খানম আনু (৩৯) নামে এক মাদরাসা শিক্ষিকা মারা গেছেন। শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা শালবাহান সংকরপাড়া এলাকার প্রভাষক জহির ইসলামের স্ত্রী ও শালবাহান দাখিল মাদরাসার কৃষি শিক্ষার সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম সকালে স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দিনাজপুরে অধ্যয়নরত মেয়ে জিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। পঞ্চগড়ে গিয়ে ট্রেন ধরবেন। কিন্তু ভজনপুর ডিগ্রি কলেজ পর্যন্ত গেলে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক নারী শিক্ষকের মৃত্যুর তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।