মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারী কলেজ মাঠে ১৮ অক্টোবর ২০২২ অধ্যক্ষ এ এম সায়েদুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দূর্জয় এমপি।খেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব এডভোকেট গোলাম মহীউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, মরহুম অধ্যহ্ম এ এম সায়েদুর রহমানের স্ত্রী নীনা রহমান, অধ্যক্ষ খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন ভুনু,দৌলতপুর উপজেলা আ’লীগ সভাপতি একেএম আজিজুল হক,শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পদাক ও নবনির্বাচিত জেলা আওয়ামী সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, শিবালয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর মাসুদ উদ্দিন পিন্টু, জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার,সভাপতিত্ব করেন মহাদেপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, বাবুল আকতার খাজা।
শিবালয়-ঘিওর-দৌলতপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত খেলা মাগুরা জেলা ফুটবল একাদ্বশ ট্রাইব্রেকারে মানিকগঞ্জ খোকন ফুটবল একাডেমীকে ৪-২ গোলে পরাজিত করে।