(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
মোঃ সাইফুল ইসলাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে বাবুল (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার কাঞ্চন পৌরসভার মোস্তাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল চাদপুর জেলার সদর উপজেলার মৃত মজিদ মাষ্টারের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা জানান, অভিযুক্ত বাবুল ও শিশুটির পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বাস করতেন। গত মঙ্গলবার দুপুরে মতিন চৌধুরীর বাংলোর বারান্দায় খেলতে গেলে বাবুল শিশুটিকে ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষনের চেষ্টাকালে শিশুটির চিৎকাওে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবুল পালিয়ে য়ায়। পরে শিশুর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, ধর্ষনের চেষ্টার অভিযোগে বাবুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।