শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পিরোজপুরে নার্সদের একদফা দাবীতে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সরকারি নির্দেশ মানছেন না কেরানীগঞ্জের বদলীকৃত উপজেলা প্রকৌশলী। সম্মানহানির জন্য আইনগত ব্যাবস্হা নিবেন নুর সালাম। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : সেনাবাহিনী কী কী করতে পারবে জলঢাকা প্রেসক্লাব এর পুনর্গঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নওগাঁর নিয়ামতপুরের কৃতি সন্তান আলমগীর মন্ডল

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পঠিত

আজকের সংগ্রাম, ডেস্ক :

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এন্টি ক্রাইম হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক আলমগীর মন্ডল।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিছা ইউনিয়নের আমইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলমগীর মন্ডল ছাত্র জীবনেই মাত্র ১০ বছর বয়সে তিনি তার মাকে হারান, চরম বাস্তবতার সহিত যুদ্ধ করে শৈশব জীবন কাটান তিনি। তার পিতা আকতার হোসেন মন্ডল ছিলেন, ভাবিছা ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সংগ্রামী ও ত্যাগী নেতা আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক মরহুম আবদুল জব্বার মন্ডলের ছোট ছেলে।

আলমগীর মন্ডলের শৈশব তার গ্রামে অতিবাহিত করেন,নিজ গ্রামে মন্ডলবংশের প্রতিষ্ঠা করা আমইল এ এম উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত এস, এস সি পাস করেন, এবং এইস এসসি পাশ করেন মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে, পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন ছাত্র জীবন থেকেই আলমগীর মন্ডল ছিলেন প্রতিবাদী আর এই বলিষ্ঠ প্রতিবাদী হওয়ার কারণে লাঞ্চিত হয়েছে সমাজের সর্বস্তরের মহলে তবুও তিনি থেমে ছিলেন না, তার লেখনির মাধ্যমে প্রকাশ পেয়েছে তার আত্মজীবনী,একাদিক মিডিয়াতে কাজ করেছেন তিনি তবুও তার নিজের উপজেলায় সাংবাদিক সংগঠন এবং প্রেসক্লাবেও মেলেনি তার কোন পদপদবী অবশ্য এখানে রাজনৈতিক কারণ এবং স্থানীয় কিছু সাংবাদিকদের দূর্নীতির সহিত আপোষ না করাই ছিলো এই পদ বঞ্চিতর একমাত্র কারণ। অনেক চড়াও উতরাই পার করে এক সময় তিনি পাড়ি জমান রাজধানীতে, দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক প্রথম ভোর নামে একটি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, পাশাপাশি বসুন্ধরা গ্রুপের সহিত যুক্ত ছিলেন, বিভিন্ন সময়ে দেশের জাতীয় পত্রিকা গুলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক গণকণ্ঠ দৈনিক আমার সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিযুক্ত রয়েছেন তৎসহ ঢাকায় কয়েকটি সাংবাদিক সংগঠন সহ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মানবাধিকার সংস্থা এন্ট্রি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। তার এই যোগদানে ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো অভিনন্দন জানিয়েছেন এবং জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস সোসাইটির নির্বাহী চেয়ারম্যান এম এস এ রেজা এবং এন্টি ক্রাইম হিউম্যান রাইট সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব শহিদুল ইসলাম শাহেদ তার জীবনের সাফল্য কমনা করেছেন, তার এই সাফল্যের কথা বলতে গিয়ে আলমগীর মন্ডল এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠে তিনি সকলের উদ্দেশ্য সকল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন,ছোট হোক বড় হোক সকলকে মূল্যয়ন করতে হবে, এবং দেশের সকল সাংবাদিকদের একত্রে কাজ করার আহবান জানান তিনি এবং সাংবাদিক লাঞ্চিত রোধ করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে বলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park