গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাজারো জনতার উপস্তিতিতে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতিয় সংসদের সংরক্ষিত নারী আসন ১১ পিরোজপুর এর এম,পি শেখ পরিবারের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ এ্যানী রহমানের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
তিনি গত মঙ্গলবার দুপুর ০১ টা ৪৬ মিনিটে থাইল্যান্ডের রাজধানী বাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মরাদেহ সকাল ১১ টায় এয়ার ফ্লাইড এ ঢাকা থেকে পিরোজপুর এলে এক হৃদয়বিদারক অবস্হার সৃষ্টি হয়।
উক্ত নামাজে জানায় উপস্তিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী পিরোজপুর ০১ আসনের সংসদ সদস্য শ , ম রেজাউল করিম, বাগেরহাট ০১ আসনের বার বার নির্বাচিত এম পি শেখ পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগের হাট ০৩ আসনের এম,পি শেখ তন্ময়, বাগের হাট ০৪ আসনের এমপি এ্যাড. মিলন ,পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সভাপতি ও সাবেক এম,পি আলহাজ্জ একে এম, এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মাননীয় মেয়র আলহাজ্জ হাবিবুর রহমান মালেক ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অসংখ নেতা ,স্হানীয় নেতা কর্মী, সমর্থক ও স্হানীয় জনতা।
এখানে উল্লেখ্য , মিষ্টি ভাষী এ্যানী রহমান ছিলেন সাবেক বাাকেরগঞ্জ ( বরিণাল ) বিভাগের ১৯ আসনের এম,এল এ এ্যাড. এনায়েত হোসেন খানের কন্যা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমানের টোকন এর সহধর্মীনি। তিনি একাদশ জাতিয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ১১ পিরোজপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ১০ মাস ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে এলেও আবারো অসুস্হ হয়ে ব্যাংককের বুমরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানাজা শেষে মন্ত্রী, এম পি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ তাকে পুষ্পার্ঘ অর্পণ করেন। আনুষ্ঠানিকতা শেষে তার মরাদেহ পৈত্রিক নিবাস পিরোজপুর মহিলা কলেজের সন্মুখে কিছুক্ষনের জন্য রাখা হয় এর পরে এয়ার ফ্লাইট এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জানাগেছে তার মরাদেহ বনানী গোরেস্হানে সমাহিত করা হবে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.