স্নিগ্ধা রেজা সুমা ঃ অনলাইনে অর্ডার পেয়ে বাসায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক বিউটিশিয়ান নারী (২৫)।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের আটকে অভিযান চলাচ্ছে পুলিশ।
ধর্ষণের শিকার নারীর বড় ভাই গণমাধ্যমকে জানান, ফেসবুকে অর্ডার পেলে বাসায় গিয়ে মেয়েদের বিউটি পার্লারের কাজ করে আমার বোন। মঙ্গলবার রাতে এক নারীর অর্ডার পেয়ে সাভার থেকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের বয়েজ স্কুলের কাছ যায় সে। সেখানে ওই নারী একজন পুরুষকে দিয়ে আমার বোনকে রিসিভ করান। পর বাসায় নিয়ে টাকার বিনিময়ে তিনজন পুরুষের কাছে আমার বোনকে দিয়ে দেয় ওই নারী।
তিনি বলেন, ওই ব্যক্তিরা আমার বোনকে মারধর করে জোর করে ধর্ষণ করে। পরে মোবাইল রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। আমার বোন সেখান থেকে রিকশা নিয়ে গাবতলী পর্যন্ত আসে। সেখানে তার স্বামীকে ফোন দিলে তিনি গাবতলী থেকে বোনকে নিয়ে সাভারে যায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, এটা নিয়ে কাজ করছি। মেয়েটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে একটু সুস্থ হোক। আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। ঘটনায় জড়িতদের আটকে কাজ চলছে