মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে নাবালিকা নাতনি (১২) কে ধর্ষন করে দাদা। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষন মামলা দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরন করেন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামের মৃত ফয়জুর শেখের ছেলে আব্দুল শেখ (৫৫) একই এলাকার নাবালিকা (সম্পর্কে) নাতনিকে, বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো।পরে গত ০৫-১০-২২ইং তারিখ রোজ বুধবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় ঘরে কেউ না থাকার সুযোগে পিছনের দরজা দিয়ে প্রবেশ করে নাবালিকা নাতিনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষন করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদান করে দাদা আব্দুল শেখ। আজকের সংগ্রাম প্রতিবেদককে পুলিশ আজ এ তথ্য দেন।
পরে নাবালিকা ধর্ষিতা কছিুটা অসুস্থ্য বোধ করলে, বিষয়টি তার পরিবারকে জানায় এবং ধর্ষিতার বাবা আজ শনিবার ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিক্তিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল শেখকে আটক করেন।
এ ব্যাপারে ডাসার থানার এসআই অখিল রায় বলেন, এঘটনায় থানায় একটি ধর্ষন মামলা হয়েছে।আসামী আব্দুল শেখকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.