নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ সদরেরনপৌর বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত রাতে (৭ অক্টোবর) পৌর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আত্রাই উপজেলার সিংবাচা গ্রামের জুয়েল (৩৫), কালিকাপুর গ্রামের আব্দুর রশিদ (৩৫), সদর উপজেলার জালাল হোসেন (৩৫), সম্রাট হোসেন (৩২), আফতাব (৩৫), মো. তুফান (২০), জয়নুল উদ্দিন মোল্লা (৩৯) ও মো. সাহেব আলী (৪৬)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকায় জুয়েলের ভাড়া করা অটো চার্জার গ্যারেজে জুয়ার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেখানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৯২০ টাকা, ১০টি মোবাইল ফোনসহ আট জুয়াড়িকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.