বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ করা হয়েছে ২ নভেম্বর। এর আগে আগামী ২৯ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
গত বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়। সভায় জেলার নবীনগর ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। পরিবর্তন করে নতুন তারিখ করা হয়েছে ২০ অক্টোবর। নবীনগরে সম্মেলন হওয়ার কথা ছিল ১৯ অক্টোবর। পরিবর্তন করে নতুন তারিখ করা হয়েছে ২৯ অক্টোবর।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মজিবুর রহমান বাবুল, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও মাঈন উদ্দিন মঈন প্রমুখ। উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামী লীগের সদস্যরা।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন জেলার সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম।
সভায় জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। জেলা সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদধারীসহ সবাই কমিটির সদস্য থাকবেন